আনোয়ারা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এনডিএম এর কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম মহানগর সভাপতি মো: এমরান চৌধুরী।
তিনি আজ (২০ ডিসেম্বর ) শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাবেদুর রহমানের উপস্থিতিতে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
দলীয় মনোনয়ন সংগ্রহ করে মোঃ এমরান চৌধুরী বলেন, তরুনরা চায় অপ্রতিরোধ্য বাংলাদেশ। আমার আসন চট্টগ্রাম -১৩ ( আনোয়ারা- কর্ণফুলী )। আমি যদি নির্বাচিত হতে পারি প্রবীনদের বুদ্ধি ও তরুনদের শক্তিকে সমন্বয় করে হিংসার রাজনীতি পরিহার করে সকলের জন্য উপযোগী পরিবেশ তৈরি করে তুলবো ইনশাল্লাহ। তিনি আরো বলেন, অবশ্যই সাধারন মানুষ আমাকে তাদের ভোটের রায় দিয়ে সেবা করার সুযোগ দিবেন”।
চট্টগ্রাম-১৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৯০নং আসন। চট্টগ্রাম-১৩ আসনটি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলা এবং কর্ণফুলি উপজেলা নিয়ে গঠিত। এই এলাকায় তরুন রাজনৈতিক নেতা হিসেবে যতটুকু তিনি পরিচিত তার চেয়ে বেশি তিনি একজন সমাজকর্মী হিসেবে প্রতিষ্ঠিত।